বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে পাঁচ লক্ষণে বুঝবেন আপনার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসে কিনা  

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২ ০৯ ০৯ ০১  

যে-পাঁচ-লক্ষণে-বুঝবেন-আপনার-প্রেমিকা-অন্য-কাউকে-ভালোবাসে-কিনা- 

যে-পাঁচ-লক্ষণে-বুঝবেন-আপনার-প্রেমিকা-অন্য-কাউকে-ভালোবাসে-কিনা- 

যারা প্রেম করছেন কিন্তু এখনও ঠিক বুঝতে পারছেন না প্রেমিকার মন-মতি। আপনাকে সে সত্যিই চায় না, শুধুই আপনার সঙ্গে টাইমপাস করে? 

মানুষ প্রথম দিকে অনেকটা আবেগ থেকেই সম্পর্কে জড়ান। এরপর একটা সময় হয়তো তার মনে হতে পারে যে, সম্পর্কটি সঠিক নয়। তখন তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। অথবা এমনও হতে পারে, অন্য কাউকে দেখে মনে হতে পারে যে সেই মানুষটি বেশি সঠিক। একটি সম্পর্কে থাকা অবস্থায় অন্য কাউকে ভালোলাগা বা ভালোবাসা নৈতিক দিক দিয়ে ঠিক না হলেও অস্বাভাবিক ঘটনা নয়। কিছু লক্ষণ আছে যা দেখলে বুঝতে পারবেন আপনার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসে-

কথা বলা কমিয়ে দেওয়া
ভালোবাসায় বিশ্বাস না থাকলে আর কী থাকে! ভালোবাসা প্রথম দিকে বেশি থাকলেও একটা সময়ে তা স্তিমিত হয়ে আসতে পারে। প্রথম দিকে বেশি কথা হলেও যদি একটা সময় আপনার প্রেমিকা তা কমিয়ে দেয়, তবে সতর্ক হোন। কোনো কারণ ছাড়াই যদি তিনি আপনাকে এড়িয়ে চলতে থাকেন, ফোনে কম কথা বলেন বা একেবারে বন্ধ করে দেন তাহলে তাকে সরাসরি জিজ্ঞেস করুন। 

আপনাকে বারবার ছোট করা
ভালোবাসার মানুষকে সম্মান করা জরুরি। আপনার প্রেমিকা যদি আপনাকে বারবার ছোট করার চেষ্টা করে তবে বুঝবেন কিছু একটা ঝামেলা রয়েছে। কারণ এটি মোটেও সাধারণ লক্ষণ নয়। এ ধরনের আচরণ করলে বুঝে নিতে হবে, সম্পর্ক বেশি দূর এগোবে না। তাই সবচেয়ে ভালো হয় আপনি নিজ থেকে সরে এলেই।

একটুতেই ঝামেলা পাকানো
খেয়াল করলে দেখবেন, তিনি একটু কিছু হলেই ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। তাই কথায় কথায় ঝামেলা বেঁধে যাওয়াও স্বাভাবিক। এর বড় কারণ হলো, তিনি আপনাকে আর ভালোবাসেন না। আপনাকে ছেড়ে হয়তো অন্য কারও হাত ধরতে চাইছেন। যদি আপনার কোনো অপরাধ না থাকে বা আগে থেকে কোনো সমস্যা না থাকে তবে তার হঠাৎ এমন আচরণ দেখলে সতর্ক হোন।

আপনার পরিবারকে ছোট করছে
মানুষ যখন সহজে নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তখন অন্য পথ বেছে নেয়। পরিবারের প্রতি আপনার ভালোবাসার কথা তিনি নিশ্চয়ই জানেন। তাই বেছে বেছে সঠিক জায়গাতেই আঘাত করতে চান যেন আপনি তাকে ছেড়ে দেন। এক্ষেত্রে দেখবেন তিনি আপনার পরিবার সম্পর্কে যা খুশি তাই বলে যাচ্ছেন। এমনটা দেখলে সতর্ক হোন। 

দেখা করতে না চাইলে
রাগ কিংবা অভিমানের পর্ব চলতে থাকলে দেখা করা বন্ধ করে দেয় অনেকেই। কিন্তু আপনার প্রেমিকা যদি কোনো কারণ ছাড়াই দেখা করা বন্ধ করে দেন তাহলে হতে পারে অন্য কোনো কারণ রয়েছে। অনেক সময় ফোন ধরাও বন্ধ করে দিতে পারেন। এ ধরনের আচরণ দেখলে আগে ভেবে দেখুন কোনো কারণ আছে কি না। যদি না থাকে, তবে হয়তো আপনার প্রেমিকা নতুন পথে হাঁটছেন।

Provaati
    দৈনিক প্রভাতী